মক্কা শরীফে বাংলাসহ ৭ ভাষায় শরীয়াহ বিষয়ক সেবা

বিশ্বের সাত ভাষায় ওমরাযাত্রীদের শরিয়াহ বিষয়ক সেবা প্রদান শুরু করেছে পবিত্র মসজিদুল হারাম পরিচালনা পর্ষদ।

সৌদির জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে বিদেশি ভাষায় শরিয়াহ সংশ্লিষ্ট অনুবাদ সেবা উদ্যোগের অংশ হিসেবে এ সেবা হয়।

‘উই গাইড ইউ ইন ইউর ল্যাঙ্গুয়েজ’ কর্মসূচিটির আওতায় এ নির্দেশনা দেওয়া হচ্ছে।

Travelion – Mobile

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, বিশ্বের সাতটি ভাষায় ওমরাযাত্রী ও দর্শনার্থীদের শরীয়াহ সংশ্লিষ্ট বিষয়ে অনুবাদ সেবার উদ্যোগ নিয়েছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। ইংরেজি, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, তার্কিশ, হাউসা ও বাংলা ভাষায় অনুবাদ সেবার শুরু হয়।

মূলত মসজিদে আগতদের ইসলাম শরীয়াহ বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বছরের প্রথম চার মাসে মসজিদে অবস্থানের সময় ২৩ হাজার ১৩৫ জন এই সেবা গ্রহণ করেছেন।

মসজিদের ভেতরের পৃথক ৭টি স্থানে অনুবাদ সেবার ব্যবস্থা করা হয়। নির্ধারিত স্থানে ইসলামী বিষয়ে কোনো প্রশ্ন করলে সে ভাষায়ই উত্তর পাওয়া যায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!