ভিয়েতনাম ফেরত আরো ৫০ প্রবাসীর জামিন

এক মাসের বেশি সময় কারাগারে আটক থাকার পর ভিয়েতনাম ফেরত আরো ৫০ প্রবাসী বাংলাদেশি জামিন পেয়েছেন।

আজ রবিবার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত জামিনের এ আদেশ দেন। এ নিয়ে ভিয়েতনাম ফেরত মোট ৭০ জন জামিন পেলেন।

এর আগে গত ১ অক্টোবর একই আদালত ভিয়েতনাম ফেরত ২০ জনের জামিন মঞ্জুর করেন।

Travelion – Mobile

গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেশে ফিরে এসে এসব প্রবাসীরা উত্তরা দিয়াবাড়ী এলাকায় কোয়ারেন্টাইনে ছিলেন। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!