ভিসা-ইকামার মেয়াদ বাড়াল সৌদি আরব

সৌদি আরবে প্রবাসী ফি বা অন্য কোনো চার্জ ছাড়াই রেসিডেন্সি পারমিট-ইকামা, প্রস্থান এবং পুনঃপ্রবেশ ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশটির বাদশাহ সালমানের নির্দেশনা মোতাবেক এই উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে এই মেয়াদ বাড়ানোর কাজটি সম্পাদিত হবে। কাউকে সরাসরি পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

Travelion – Mobile

এ ঘোষণায় ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন দেশ থেকে আসা প্রবাসীরা সৌদিতে বৈধভাবে থাকার সুবিধা পাবেন। তবে প্রস্থান ও পুনঃপ্রবেশ ভিসায় সৌদি ত্যাগ করার আগে যারা দেশটি থেকে দুই ডোজ টিকা নিয়েছেন তারা এই সুবিধা পাবেন না।

বাদশাহর নির্দেশ মোতাবেক, যেসব দর্শনার্থীরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়া দেশ থেকে সৌদিতে এসেছেন তাদের ভিজিট ভিসার মেয়াদও ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিষয়ে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জাওয়াজাত জানিয়েছে, ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে এ মেয়াদ বাড়ানোর কাজ শুরু হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!