ব্রুনাইয়ে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার নাহিদা রহমান

ব্রুনাইয়ে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদা রহমান সুমনা। দেশটিতে বর্তমানে হাইকমিশনারের দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের এ কূটনীতিক। সোমবার এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৯৯৯ সালে যোগদান করা সুমনা বর্তমানে মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

এর আগে এ কূটনীতিক ব্রাজিলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার, কলকাতা ডেপুটি হাইকমিশনে কাউন্সেলর এবং ক্যানবেরার প্রথম সচিবের দায়িত্ব পালন করেন।

Travelion – Mobile

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূতাবাস মোবাইল অ্যাপের ধারণা ও উদ্যোগের শুরু থেকেই বেশ ভূমিকা রেখেছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর এবং জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পানি আইনে ফেলোশিপ অর্জন করেছেন।

কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিষয়ে যথেষ্ঠ আগ্রহী পেশাদার এ কূটনীতিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে।

নাহিদা রহমান সুমনার স্বামী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আসলাম ইকবাল। তাদের দুই ছেলে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!