ব্রিটিশ এয়ারওয়েজের ও রায়ানায়ারের কয়েকশ ফ্লাইট বাতিল

করোনভাইরাসের প্রাদুর্ভাব

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কয়েকশ ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ ও আয়ারল্যান্ডের বাজেট বিমানসংস্থা রায়ানায়ার।

বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, হিথ্রো-ইতালি ও ফ্রান্স-আলবেনিয়া রুটে চলমান ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এছাড়াও অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত হওয়ার পর লন্ডন সিটি থেকে ইতালি ও জার্মানি রুটে চলাচলকারী ফ্লাইটগুলোও বাতিল করা হয়েছে।

Travelion – Mobile

বিবৃতিতে আরও জানানো হয়, আগামী ১৬-২৮ মার্চের বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হবে।

আইরিশ বাজেটে বিমানসংস্থা রায়ানায়ার এই মাসের মাঝামাঝি থেকে তিন সপ্তাহের জন্য ইতালিতে চলাচলকারী ফ্লাইটগুলি স্থগিত করেছে।

এছাড়া ১৭ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত স্বল্প দূরত্বের ফ্লাইট ২৫% কমিয়ে দিবে বলে বিবৃতিতে ঘোষণা দিয়েছে রায়ানায়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, মাইকেল ও’লারি।

রায়ানায়ার ইতালির ৩০ টি গন্তব্যেচলাচল করে, যার মধ্যে ১৪ টি গন্তব্য বিমান সংস্থাটির ঘাঁটি।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেন, আমরা বাতিল হওয়া ফ্লাইটগুলোর গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবো। অন্যান্য ভ্রমণকারীদের যেখানে সম্ভব হয় সেখানে পুনরায় বুকিং অথবা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে কথা বলবো। সময়সূচির পরিবর্তন হওয়া ফ্লাইটগুলোর সঙ্গে মিলিয়ে আবার বুকিং প্রসঙ্গেও আলোচনা করবো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!