বৈরুত বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুত বন্দরের গুদামে ভয়াবহ ক্যামিকেল বিস্ফোরণে মো. জামাল নামে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

টানা ২১ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে আজ সকালে স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে গত ৪ আগস্টের বৈরুত বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা ৬ জনে দাঁড়াল।

Travelion – Mobile

মো. জামাল ২০১৮ সালে কোম্পানির ভিসায় লেবানন আসে। বিষ্ফোরণের সময় তিনি বিকালে বৈরুত বন্দর সংলগ্ন ঝিমাইজি এলাকায় একটি পিজা শপে কাজ করছিল।

বিষ্ফোরণের আঘাতে পিজা শপটি সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হলে জামাল মারাত্মকভাবে জখম হন। পরে তাকে মাউন্ট লেবানন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় ২১ দিন পর আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত জামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে।তাঁর বাবার নাম দুধ মিয়া।

বৈরুত বিস্ফোরণ : নিহত দুই বাংলাদেশি মেহেদী হাসান ও মিজানুর রহমান
বৈরুত বিস্ফোরণ : নিহত দুই বাংলাদেশি মেহেদী হাসান ও মিজানুর রহমান

এরমধ্যে মেহেদি হাসান রনি ও মিজান খাঁর মরদেহ বাংলাদশ দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানযোগে বাংলাদেশে পাঠানো হয়। বাকি ৪ জনের মরদেহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন শেষে খুব শীঘ্রই বাংলাদেশে পরিবারের নিকট পাঠানো হবে বলে দূতাবাস ষূত্র নিশ্চিত করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!