বৈরুত বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে আরও একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

তার নাম করতেন মোহাম্মদ রাশেদ (৩৮)। দেশের বাড়ি নারায়নগঞ্জের রসুলপুরে। বাবার নাম হাফিজুর রহমান ।

এ নিয়ে মঙ্গলবারের ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশির মৃত্যু হল।

Travelion – Mobile

জানা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে ৪০০ গজ দূরে ঝিমাইজি এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন মোহাম্মদ রাশেদ। মঙ্গলবার বিস্ফোরণে পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আজ শনিবার দুপুরে জলদ্বীপ এলাকায় অবস্থিত হারুন হাসপাতালে তার মরদেহ খুঁজে পাওয়া। তার আত্মীয় স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।

বৈরুতে বিস্ফোরণে কমপক্ষে ১৫৮ জন মারা গেছে এবং ৬ হাজারের বেশি আহত হয়েছে। তবে নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার কাজ চালিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা বাড়বে বলে আশংখা করা হচ্ছে।

আগের খবর :
বৈরুত কি ফিরবে আগের জায়গায়?
লোভ ও ভুলের মাশুল গুনতে হল বৈরুতকে!
বিয়ের ফটোশুটের মধ্যেই বৈরুত বিস্ফোরণ! (ভিডিও)
বৈরুত ট্র্যাজেডি : রাসেল ও রেজাউলের পরিবারে শোকের মাতম
বৈরুত বিস্ফোরণ : ১২ বছর ছেলেকে দেখেনি মেহেদীর বাবা
বৈরুত বিস্ফোরণের নেপথ্যে রাশিয়ান ব্যবসায়ীর পরিত্যক্ত রাসায়নিক!
বৈরুত বিস্ফোরণ : বেশ কিছু বন্দর কর্মকর্তা গৃহবন্দী!
লেবাননে চিকিৎসক ও খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
বৈরুত বিস্ফোরণ : নিহত চার বাংলাদেশির পরিচয় নিশ্চিত, আহত ৯৯

বৈরুত বিস্ফোরণ : আপডেট

বৈরুত বিস্ফোরণ : আপডেটজানাচ্ছেন : বাবু সাহা, প্রবাসী সাংবাদিক, লেবানন৫ আগস্ট, বুধবার : লেবানন : সন্ধ্যা ৭.৪৫ টা , বাংলাদেশ :রাত ১০.৪৫ টা

Posted by AkashJatra on Wednesday, August 5, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!