এনওসি পেল নতুন বেসরকারি বিমানসংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে দেশের নতুন বেসরকারি উড়োজাহাজ চলাচল সংস্থা এয়ার অ্যাস্ট্রা।

গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে আবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মাথায় অনাপত্তি সনদ পেল সংস্থাটি। গত ২১ সেপ্টেম্বর বেবিচকে আবেদন জমা দিয়েছিল বিমানসংন্থাটি।

আজ বৃহস্পতিবার এয়ার অ্যাস্ট্রা ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

Travelion – Mobile

এতে বলা হয়, বিভিন্ন দিক থেকে এটা নজিরবিহীন। কর্তৃপক্ষ আগের চেয়ে দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এয়ার অ্যাস্ট্রার জমা দেওয়া আবেদন ত্রুটিহীন বলে প্রমাণিত হয়েছে।

এই সাফল্যে ধারাবাহিকতায় এয়ার অপারেটর সার্টিফিকেট (AOC) দ্রুত অর্জন করে আগামী বছরের প্রথম প্রান্তিক থেকে আকাশে ডানা মেলার প্রত্যাশার কথা জানিয়েছেন এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ ((সিইও)।

এয়ারলাইনটি অভ্যন্তরীণ রুটে সাতটি বিভাগীয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

সিইও ইমরান আসিফ বলেন,”আমরা যদি জানুয়ারির মধ্যে অন্তত চারটি বিমান সংগ্রহ করতে পারি, তাহলে আমরা সব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে পারব।”

অন্তত এক বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে এয়ার অ্যাস্ট্রা।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দুটি বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!