বিশ্বমানের এভিয়েশন শিক্ষা এখন বাংলাদেশে

এভিয়েশন শিল্পের বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এখন বাংলাদেশে চালু হয়েছে, রয়েছে বিশ্বমানের শিক্ষা প্রতাষ্ঠান । এ খাতে দেশের সর্বপ্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার কলেজ অব এভিয়েশন টেকনোলজী (College of Aviation Technology) তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুটো বিষয়ে স্নাতক করার সুযোগ আছে:

১. এভিয়েশন ম্যানেজমেন্ট (বিবিএ)
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর/এয়ারলাইনস/বিমান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি বিমানবন্দর অ্যাডমিশনিস্টেশন, বিমানবন্দর অপারেশন, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, এয়ারলাইন্স মার্কেটিং, এয়ারলাইন্স অ্যাকাউন্টিং, এয়ারলাইনস ফাইন্যান্স, বিমানবন্দর অপারেশন, এয়ারক্রাফট অপারেশন, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, বিমান বন্দরে এয়ারক্রাফট পরিচালনা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এয়ারলাইনস ব্যবস্থাপনা, বিমানবন্দরে করারোপণ, বিমান বন্দরে কাস্টমস, ই-টিকেটিং, জিডিএস প্রোগ্রাম এ বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন ৷

এটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয় পেশা ৷ এর পাশাপাশি আপনি সাধারণ বিবিএর ৬০ টি ক্রেডিট অধ্যয়ন করবেন যা আপনাকে ব্যাঙ্ক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, গ্রাহক সেবাসহ সাধারণ বিবিএর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সমস্ত চাকরি পেতে সুযোগ দেবে ৷ তাছাড়া মদ্যপ্রাচ্চের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্যান্য যে এয়ারলাইন্স গুলি বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলিতে রয়েছে কাজ করার সুযোগ ৷

Travelion – Mobile
এরােনটিক্যাল ক্লাস
এরােনটিক্যাল ক্লাস

২. অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসি)
বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, গ্যাস টারবাইন ইঞ্জিন ডিজাইন এন্ড মেইনটেনেন্স, রেডিও ইলেকট্রিকাল সিস্টেমস, এয়ারক্রাফট ইন্টেরিওর , জেট ইঞ্জিন ডিজাইন, জেট ইঞ্জিন মেইনটেনেন্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট কনস্ট্রাকশন এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, মেকাট্রনিক্স, রেডিও টেকনোলজি, স্যাটেলাইট এন্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন ৷

এটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয় পেশা ৷ এর পাশাপাশি আপনি বিএসসি ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর ৬০ টি ক্রেডিট অধ্যয়ন করবেন যা আপনাকে ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পেতে সুযোগ দেবে ৷ তাছাড়া মদ্যপ্রাচ্চের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্যান্য যে এয়ারলাইন্স গুলি বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলিতে রয়েছে কাজ করার সুযোগ ৷

এই এভিয়েশন কলেজে ভর্তি কার্যক্রম চলমান আছে। আগ্রহী প্রার্থীকে কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্য অফিস চলাকলীন যোগাযোগ করতে হবে। ঠিকানা : কলেজ অব এভিয়েশন টেকনোলজী (College of Aviation Technology-CATECH Admin Office) : বাড়ি -১৪, সড়ক : ২ সেক্টর ১১ , উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

নিচের লিঙ্কগুলো ক্লিক করে পাবেন কোর্সের প্রসপেকটাস,
লিফলেট ও সিলেবাস:
http://www.catechedu.com/learn/undergraduate/2-uncategorised/51-bba-honours-in-aviation-management
http://www.nu.ac.bd/syllabus-professionals.php
http://www.catechedu.com/learn/undergraduate/2-uncategorised/50-bsc-honours-in-aeronautical-and-aviation-science

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!