বিশ্বকাপ মিশনে টাইগাররা এখন ওমানে (ভিডিও)

নিরাপদেই ওমান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শাহিন’ এর কারণে ওমানে নির্ধারিত সময়ে বাংলাদেশ দলের যাত্রাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গতকাল রোববার গভীর রাতে মাহমুদউল্লাহ-মুশফিকরা ওমানের উদ্দেশে উড়াল দেন। আজ সোমবার ভোরে তাঁরা ওমানের মাসকাটে পৌঁছেছেন।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছাড়ে। এ যাত্রায় ১৪ ক্রিকেটার, ৩ টিমবয়, ১ জন করে নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও মেডিকেল অফিসার ছিলেন দলের ২১ সদস্যের বহরে। ফিজিও জুলিয়ান ক্যালফেতোও ছিলেন দলের সঙ্গে।

Travelion – Mobile

নিয়মানুযায়ী আজকের দিনটা কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে। আগামীকাল বেলা দেড়টায় দলের অনুশীলন শুরু। অনুশীলন হবে ৬ ও ৭ অক্টোবরও, একই সময়েই। এরপরই দলের ব্যস্ত সময় শুরু।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও ওমানের সঙ্গে খেলা বাংলাদেশের। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ওমানের বিপক্ষে ম্যাচ ১৯ অক্টোবর, ২১ অক্টোবর মাহমুদউল্লাহর দল খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। তিনটি ম্যাচই হবে ওমানের মাসকাটে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, পরেরটি বিকেল ৪টায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!