বিরল গোলাপি হীরা, নিলামে দাম উঠতে পারে ২০১ কোটি টাকার বেশি

বিচিত্র

একটি বিরল গোলাপি হীরা আগামী মাসে হংকংয়ে নিলামে উঠবে। নিলামে হীরাটি ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হতে পারে।

বাংলাদেশি মুদ্রায় তা ২০১ কোটি টাকার বেশি। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিস এমনটাই বলছে।

হীরাটি চকচকে গোলাপি। এটিকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধতম হীরা হিসেবে বর্ণনা করা হয়।

Travelion – Mobile

১১ দশমিক ১৫ ক্যারেটের কুশন আকৃতির হীরাটিকে ‘উইলিয়ামসন পিংক স্টার’ নামে ডাকা হয়। হীরাটির উৎপত্তিস্থল তানজানিয়ার খনি।

সোথবিসের গয়না বিভাগের প্রধান ক্রিস্টিয়ান স্পোফোর্থ বলেন, গোলাপি হীরা প্রকৃতিতে ব্যতিক্রমভাবেই বিরল।

হীরাটি আগামী ৫ অক্টোবর হংকংয়ে স্বতন্ত্র নিলামে তোলা হবে বলে জানান স্পোফোর্থ। নিলামে হীরাটি কিনতে অনেকেই আগ্রহী হবেন বলে আশা করছেন তিনি।

নিলামের জন্য ‘উইলিয়ামসন পিংক স্টার’ হংকংয়ে পৌঁছানোর আগে দুবাই, সিঙ্গাপুর ও তাইপেতে যাবে। খবর রয়টার্সের

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!