বিমান থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের দাম প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আজ শনিবার এই বারগুলো উদ্ধার করেন।

দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর আসনের নিচ থেকে আজ সকাল সাড়ে ৮টায় বারগুলো উদ্ধার করা হয়।

Travelion – Mobile

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

বশীর আহম্মেদ জানান, এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি জব্দ করা স্বর্ণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা করার প্রক্রিয়া চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!