বিমানে উঠার আগেই হৃদরোগে প্রবাসীর মৃত্যু

ইমিগ্রেশনও শেষ করেছেন। অপেক্ষায় ছিলেন বিমানে উঠার জন্য। শেষ পর্যন্ত আর দেশে ফেরা হল না সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদীনের (৪৫)। বিমানবন্দরেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই রেমিট্যান্সযোদ্ধা বাংলাদেশি ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) জেদ্দা আন্তর্জতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত জেদ্দার বাদশা ফরহাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্য ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন বলে পরিবার সূত্র জানিয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ৩নং ওয়ার্ডের ফকির বাড়ির মরহুম আশরাফ আলী সিকদারের ছেলে জয়নাল ২২ বছর আগে সৌদি আরব পাড়ি দেন । পারিবারিক জীবনে তিনি বিবাহিত। তার ২ ছেলে রয়েছে।

Travelion – Mobile

মঙ্গলবার দিবাগত রাত ১টায় পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিযয়টি জানতে পারেন।

নিহতের বড় ভাই মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার জানান, মদিনায় জয়নালের দোকান । ৩ বছর আগে সে শেষবারের মতো তিনি দেশে এসেছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!