বিমানবন্দরে ২৪০ কার্টন সিগারেট, ২টি স্বর্ণের বার জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীর কাছ থেকে ২৪০ কার্টন বিদেশি সিগারেট এবং ২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দের নিয়েজিত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ে টিম এসব পণ্য উদ্ধার করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৫ মিনিটে সারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার (জি ৯-৫২৩) ফ্লাইটের যাত্রী মোরশেদ আলমের ব্যাগেজ থেকে ২৭০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট এবং ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Travelion – Mobile

মোরশেদ আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

আটক সিগারেট কাস্টম আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!