বিমানবন্দরে করোনা পরীক্ষা করে আমিরাতে গেলেন ৪৬ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গেলেন ৪৬ জন প্রবাসী বাংলাদেশি কর্মী।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৭) পরীক্ষামূলকভাবে এ অর্ধশত যাত্রীর ইউএই’র উদ্দেশ্যে রওয়ানা দেয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টায় ওই বাংলাদেশি যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিমানবন্দরের অভ্যন্তরে আরটি-পিসিআর ল্যাবরেটরি স্থাপনের জন্য নির্বাচিত সাতটি প্রতিষ্ঠানের মধ্যে ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক নামে প্রতিষ্ঠানটি তাদের মোবাইল আরটি-পিসিআর ল্যাবরেটরির মাধ্যমেনমুনা সংগ্রহ করে এবং যাত্রার আগে রিপোর্ট দেয়।

Travelion – Mobile

ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের দেশে যারা যাবেন সেসব দেশের বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার ছয় ঘণ্টা আগে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শুধু তাই নয় সে দেশের বিমানবন্দরে নামার পর তাৎক্ষণিকভাবে তাদের করোনার নমুনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় নেগেটিভ আসলে কেবল তখনই তাদের বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!