বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সংকট নিরসনে তৎপর দূতাবাস

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেছেন, বাহরাইনে অবস্থানরত ও দেশে ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীদের সংকট নিরসনে তৎপর রয়েছে দূতাবাস।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে এক ভার্চুয়ালি মতবিনিময় সভায় এমনটিই জানিয়েছেন তিনি।

দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় রাষ্ট্রদূত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

Travelion – Mobile

রাষ্ট্রদূত জানান, ছুটিতে গিয়ে আটকে পড়া বাহরাইন প্রবাসীদের জন্য স্বাভাবিক ফ্লাইট চালু, ভিসার মেয়াদ উত্তীর্ণদের ফিরিয়ে নেওয়া, কোয়ারেন্টািন বিষয় ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তাসহ নানা সংকট নিরসনে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এছাড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাস নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা করোনার টিকা গ্রহণ করেননি, তাদের দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনা মতে শনিবার থেকে যথাযথ সময় ও স্থানে টিকা গ্রহণের জোর আহ্বান জানান।

মতবিনিয়ম সভায় বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!