বাংলাদেশ মিশনের অন্য ক্যাডাররাও জরুরি রিটার্ন প্যাসেজ সুবিধা পাবেন

বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের পাশাপাশি অন্যান্য বিসিএস ক্যাডার সদস্যদের জরুরি রিটার্ন প্যাসেজ সুবিধা পাওয়ার বিষয়ে কিছু শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগের উপসচিব শাববীর আহমদের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, পররাষ্ট্র ক্যাডারের সদস্যরা বিদ্যমান বিধিমালা অনুযায়ী সমগ্র চাকরি জীবনে ২ বার এবং দূতাবাসে কর্মরত অন্যান্য ক্যাডার সদস্যরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে সমগ্র চাকরি জীবনে একবার জরুরি রিটার্ন প্যাসেজ সুবিধা পাবেন।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : নেতিবাচক প্রচার মোকাবিলায় ‘অভিবাসী কূটনীতি’ চালু করছে সরকার

শুধু পিতা, মাতা, শ্বশুর বা শাশুড়ির মৃত্যুজনিত কারণে এ সুবিধা প্রদান করা যাবে।

সংশ্লিষ্ট ক্যাডার সদস্য এবং তার স্ত্রী এ সুবিধার আওতাভুক্ত হবেন, পরিবারের অন্য কোনো সদস্যকে এ সুবিধা প্রদান করা যাবে না।

মিশন প্রধান ছুটি মঞ্জুর করবেন, তবে সংশ্লিষ্ট ক্যাডার সদস্যের জন্য প্রযোজ্য প্রশাসনিক মন্ত্রণালয়কে অবহিত করে কর্মস্থল ত্যাগ করতে হবে।

আকাশযাত্রার ফেসবুক পেইজ যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!