ফ্রান্সে প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে যৌথ কর্মিসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসে সরব হয়ে উঠেছে বাঙালি কমিউনিটি। এই বাস্তবতায় সফরকে আরও প্রাণবন্ত ও সফল করে গড়ে তোলার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর যৌথ কর্মিসভার আয়োজন করা হয়।

প্যারিসের ইল দ্য ফ্রসে এলাকার মেরি দ্য অভারবিলার এক ভবনে ফ্রান্স আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল।

সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেক আশফাক তুহিন, যুবলীগের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ।

Travelion – Mobile

বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছরের বিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্সে পাঁচ দিনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে আগমন আমাদের সফলতার অংশ। শেখ হাসিনার সফরকে যারা কলুষিত করতে চায় তারা দেশের শত্রু। যারা আমাদের সরকারের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় তাদের তালিকা করুন। প্রয়োজনে তাদের ছবি সংগ্রহ করুন। যারা দেশকে ভালোবাসবে না, দেশের মানুষকে ভালোবাসবে না- তাদের দেশে বসবাস করার কোনো অধিকার নেই।

প্রধানমন্ত্রী ফান্স সফরের আরও খবর :
ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩ চুক্তি স্বাক্ষর
রিমোট লার্নিং, অনলাইন এডুকেশনকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা করতে প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স
ফরাসি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!