ফ্রান্সে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ফ্রান্সের তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত একজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছেন।

স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি জানিয়েছে। জানা গেছে, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তোপের মুখে পড়ে।

Travelion – Mobile

ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্যরা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। ওই সময় অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ তিন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্দুকধারীকে আটকের ব্যাপারে অভিযান চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!