ফ্রান্সে আবাসিক ভবনে আগুনে পাঁচ শিশুসহ নিহত ১০

ফ্রান্সে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। লিওঁ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, ভলক্স-এন-ভেলিনে সাত তলার একটি আবাসিক ভবনে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। ১৭০ জন অগ্নিনির্বাপক কর্মীরা প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

এ আগুনের ঘটনায় আরও চারজনের অবস্থা সংকটাপন্ন। দুই অগ্নিনির্বাপক কর্মীসহ ১০ জন কিছুটা আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেছেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। খুবই কঠিন অবস্থার মধ্যেও আটকে পড়াদের উদ্ধারে অগ্নিনির্বাপক কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারা যাওয়া শিশুদের বয়স তিন থেকে ১৫ বছর। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে আজ শুক্রবার দিনের শেষ নাগাদ তদন্তকাজ শুরু হবে বলেও তিনি জানান।

স্থানীয় এক বাসিন্দা লে প্রোগ্রেস দে লিওঁ পত্রিকাকে বলেন, ‘আর্তচিৎকার শুনে আমার ঘুম ভাঙে। আমরা লোকজনকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু ধোঁয়ার পরিমাণ ছিল অনেক বেশি।’

আগুন ছড়িয়ে পড়া অ্যাপার্টমেন্ট ব্লকটি লিওঁ শহরের উপকণ্ঠের একটি আবাসন প্রকল্পের অংশ। নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ভবনের ওপরের দিকে ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!