ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ করোনায় আক্রান্ত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ করোনা সংক্রমিত হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁর করোনা শনাক্ত হয়। দেশটির প্রেসিডেন্টের দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এখন তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে মাখোঁর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর তাঁর নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হওয়ায় জার্মানির স্বাস্থ্যবিধি মেনে তিনি সাত দিন আইসোলেশনে থাকবেন। আইসোলেশন বজায় রেখেই কাজ চালিয়ে যাবেন তিনি।

এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেরেও উঠেছেন তাঁরা। এবার করোনায় আক্রান্ত হওয়ার তালিকায় যুক্ত হলেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হন।

Travelion – Mobile

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ এ সপ্তাহের শুরুতে শিথিল করে ফ্রান্স। যদিও দেশটিতে করোনা সংক্রমণের উচ্চহার রয়েছে। করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে রাত আটটার পর থেকে কারফিউ জারি রয়েছে। বন্ধ রয়েছে রেস্তোরাঁ, ক্যাফে, থিয়েটার ও সিনেমা হল।

ফ্রান্সের সরকারি তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে ৫৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দেশটিতে নতুন করে ১৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। বড়দিনের ছুটির আগে মানুষ আরও বেশি কেনাকাটা ও ভ্রমণ করছে বলে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইউরোপের অন্যান্য দেশের মতো করোনা মোকাবিলায় ফ্রান্সও টিকার ওপর নির্ভর করছে। দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসতেক্স গতকাল বলেছেন, ফ্রান্স বছরের শেষ নাগাদ ১১ লাখ ৬০ হাজার ডোজ করোনার টিকা পাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!