ফিলিস্তিনিদের প্রতি কাতার বঙ্গবন্ধু পরিষদের সংহতি

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবীতে এবং স্বাধীন ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে প্রতিবাদ ও আলোচনা সভা করেছে কাতার বঙ্গবন্ধু পরিষদ দোহা মহানগর শাখা।

মঙ্গলবার রাতে রাজধানী দোহার লামিজন ট্রেডিং কনফারেন্স হলে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি আলহাজ্ব হাসান মাবুদ সভাপতিত্ব করেন।

সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আলোচনা অংশ নেন কাতার যুবলীগের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন চৌধুরী, কাতার বাংলা প্রেসক্লাব এর সভাপতি ই,এম আকাশ, প্রকৌশলী মাহরুফ, সাবেক ছাত্রনেতা এস এম হাসান, সাংবাদিক আমিন বেপারী, আহসান উল্লাহ সবজি ও মোঃ সেলিম সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

Travelion – Mobile

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে বলেন, বাংলাদেশে যখন একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার চলমান ছিলো তখন হিউম্যান রাইস ওয়াসসহ অনেক মানবাধিকার সংগঠন বিবৃতি দিয়ে ছিলেন। এখন ফিলিস্তিনে প্রতিনিয়ত বোমা হামলা নিয়ে কেন তাদের কোন প্রতিক্রিয়া আসছে না।

বক্তারা আন্তর্জাতিক সকল মানবিক রাষ্ট্র ও জনগণকে এ মুহূর্তে ফিলিস্তিন জনগণের পাশে থাকার আহবান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!