ফিনল্যান্ডে বিমানবন্দরের চার্জ ৪.৭ বাড়ছে

ফিনল্যান্ডের বিমানবন্দরগুলোতে ২০২৩ সালের শুরু থেকে এয়ারলাইন্স এবং অন্যান্য ব্যবহারকারীদের জন্য বিমানবন্দরের চার্জ বাড়নো হবে।

সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বিমানবন্দরগুলোর অপারেটর সংস্থা ‘ফিনাভিয়া’।

ফিনাভিয়া, এ বছরের শুরুতেও বিমানবন্দরের চার্জ এক দফা বাড়িয়েছিল।

Travelion – Mobile

এখন মূল্য বৃদ্ধির অন্তর্নিহিত কারণগুলি হল ইউক্রেনের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং অর্থায়নের ব্যয় বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ কর্মসূচির কারণে বর্ধিত অবমূল্যায়ন।

আরও পড়তে পারেন : বাংলাদেশে প্রবেশে ‘হেলথ ডিক্লারেশন’ আর লাগবে না

সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী চার্জ ৪.8৮% বৃদ্ধি পাবে এবং ল্যান্ডিং চার্জ গড়ে ৫.১% বৃদ্ধি পাবে।

এয়ারক্রাফট পার্কিং চার্জ ৩.৮% এবং বিদ্যুত পরিকাঠামো চার্জ ৪.০% বৃদ্ধি পাবে। প্রস্থানকারী যাত্রীদের জন্য নিরাপত্তা চার্জ ৪.২% বৃদ্ধি পাবে।

সবমিলিয়ে মোট এয়ার ট্রাফিক চার্জ ২০২২ সালের তুলনায় ৪.৭% বৃদ্ধি পাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!