প্রবাস মানেই পাপের প্রায়শ্চিত্ত করা

যেই ছেলেটি দিনরাত আড্ডা মেরে শেষ রাতে চুপটি করে বাবার ভয়ে রুমে ফিরত,ঘুম ভাংত পরদিন বেলা পৌনে ১২ টায় সেই এখন ভোর ৬ টায় কাজে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে।

এটাই প্রবাস জীবন !

বাজারে যাওয়ার কথা বললে মায়ের সঙ্গে যে তর্ক করে বাড়ির পরিবেশ ভারী করে রাখতো সেই এখন এক হাতে পাঁচ কেজি ওজনের চালের বস্তা অন্য হাতে কাঁচা বাজারের ব্যাগ নিয়ে দিব্যি দের কিলোমিটার পথ পায়ে হেটে রুমে ফিরে।

Travelion – Mobile

এটাই প্রবাস জীবন !

কাপড় ইস্ত্রী করা না থাকলে যে ভাইবোনদের উপর ১৪৪ ধারা জারি করতো সেই এখন কাজ সেরে মধ্যরাতে কাপড়ের স্তুপ নিয়ে গোসলখানায় সিরিয়াল দিয়ে অপেক্ষা করে।
এটাই প্রবাস জীবন !

স্বাধীন জীবন যাপনে যার দিনরাত ছিলো উন্মুক্ত আকাশে ঘুরে বেড়ানো শঙ্খচিলের মতো সেই এখন সময়ের শিকল পরে ঘড়ির দিকে তাঁকিয়ে হিসেব গুনে কতক্ষণ বাকি আছে টাইম কার্ড পান্চ করার।

এটাই প্রবাস জীবন!

প্রবাস মানেই পাপের প্রায়শ্চিত্ত করা !!

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়।]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!