প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় স্রোত

করোনার মধ্যে প্রবাসীদের পাঠানো আয়ে বড় ধরনের স্রোত দেখা যাচ্ছে। চলতি মাসের প্রথম ১০ দিনে ৯২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ৫৩ কোটি ৪০ লাখ ডলার। আর গত আগস্টের প্রথম ১০ দিনে এসেছিল ৫৭ কোটি ২০ লাখ ডলার। ফলে সব হিসাবেই প্রবাসী আয়ে বড় ধরনের উত্থান ঘটেছে চলতি মাসের প্রথম ১০ দিনে।

প্রবাসী আয়ের এ উত্থানের পেছনে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তাঁরা বলছেন, আগে দেড় হাজার ডলারের বেশি প্রবাসী আয় এলে সরকারের দেওয়া ২ শতাংশ প্রণোদনা নিতে আয়ের সপক্ষে নথিপত্র জমা দিতে হতো। এখন কোনো নথি ছাড়াই পাঁচ হাজার ডলার আয়ের বিপরীতে প্রণোদনা মিলছে। এতে বৈধ আয়ের পাশাপাশি অন্য টাকাও দেশে আসছে। আর প্রবাসী আয়ের টাকা নিয়ে কেউ কোনো প্রশ্নের মুখেও পড়ছে না। আবার বিদেশে যাতায়াত কম থাকায় হাতে হাতে আয় আসা বন্ধ হয়ে গেছে। করোনা ও বন্যার কারণে সাহায্য-সহযোগিতাও আসছে। সব মিলিয়ে আয় বাড়ছে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড ২৬০ কোটি ডলার আয় আসে। আর গত আগস্টে আয় আসে ১৯৬ কোটি ডলার। ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে মোট ১ হাজার ৮২০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে আসে। ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় যা ১৭৯ কোটি ডলার বা ১০ দশমিক ৮৮ শতাংশ বেশি।

Travelion – Mobile

আগের খবর :
ওমানে ফিরতে লাগবে স্বাস্থ্যবীমা ও করোনা পরীক্ষা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!