প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ বাতিল করল আমিরাত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে প্রবাসীদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর যে সিদ্ধান্ত ছিলো তা বাতিল করেছে আমিরাত সরকার।

এর আগে, গত ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে সেই সময়সীমা কমিয়ে তিন মাসে আনা হয়। এবার সেই সুবিধাটুকুও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।

এছাড়া, ৩১ মার্চ মেয়াদ শেষ হওয়া আইডি কার্ডগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

Travelion – Mobile

তবে, আমিরাতের বাইরে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে বা যারা দেশটির বাইরে ছয় মাসের বেশি সময় কাটিয়েছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল রয়েছে।

আরও পড়তে পারেন : ওমানের উন্নয়নে মুখ্য ভূমিকা রাখছে নারীরা

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার নেয়া নতুন এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নতুন ঘোষণা অনুসারে, দেশটির পরিচয়পত্র এবং নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ ১২ জুলাই থেকে তাদের পরিষেবার জন্য ফি নেওয়া বা জরিমানা শুরু করবে।

করোনাময় বিশ্ব : কেমন আছেন কাতারপ্রবাসী বাংলাদেশিরা (পর্ব ১)

করোনাময় বিশ্ব : কেমন আছেন কাতারপ্রবাসী বাংলাদেশিরা (পর্ব ১)অতিথি:আনোয়ার হোসেন আকন, সভাপতি, বাংলাদেশ কমিউনিটি, কাতারনুর মোহাম্মদ, সভাপতি, বাংলাদেশ লেখক ও সাংবাদিক এসোসিয়েশন, কাতারনাদের চৌধুরী, রিজার্ভ পোর্টফোলিও ম্যানেজার, কাতার সেন্ট্রাল ব্যাংকআমিনুল ইসলাম, হেড অব স্কুল ক্রিকেট, কাতার ক্রিকেট এসোসিয়েশনসঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপক১০ জুলাই, শুক্রবার – কাতার সময় : রাত ৮ টা—-বাংলাদেশ সময় : রাত ১১ টা

Posted by AkashJatra on Friday, July 10, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!