পর্তুগালে বাংলাদেশিদের গড়া জামে মসজিদের উদ্বোধন

পর্তুগালের রাজধানীর লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নির্মিত বাইতুর রহিম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল আরোইসে অবস্থিত মসজিদটি।

পর্তুগাল প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

মসজিদটি প্রবাসী বাংলাদেশীদের অর্থায়নে নির্মাণ করা হলেও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন পালমেলা (এফআইপি)। ফাউন্ডেশনের আওতায় পরিচালনা হলেও এর ব্যায়ভার বহন করতে হবে উদ্যোক্তাদেরকেই।

Travelion – Mobile

মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি। শিশু থেকে ছোট-বড়, পুরুষ মহিলা সকলের জন্য ইসলামের নিয়ম-নীতি অনুশাসন শিক্ষার ব্যবস্থা থাকবে।

লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নির্মিত বাইতুর রহিম জামে মসজিদ
লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নির্মিত বাইতুর রহিম জামে মসজিদ

উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন পালমেলা (এফআইপি) এবং পর্তুগালের ইসলামী শিক্ষা অন্যতম প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুল পালমেলার প্রধান মাওলানার রিজওয়ান শেখ, বাংলা‌দেশ ইসলা‌মিক সেন্টার “বাইতুল মুকাররম মস‌জিদ” লিসব‌নের প্রেসিডেন্ট রানা তসলিম উদ্দিন ও খতিব অধ্যাপক আবু সাঈদ, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ এবং পর্তুগিজ মুসলিম কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিরা।

উদ্যোক্তারা বলেন, পর্তুগালে বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় এ নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

মাওলানা রিজওয়ান বলেন, পর্তুগালে মসজিদের সংখ্যা বাড়াতে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ধর্মীয় রীতি-নীতি পালন করতে সক্ষম হচ্ছেন।

উদ্বোধনী জুমার নামাজের জামাতেই মুসল্লিদের উপচে পড়া ভিড় হওয়ায় বাড়তি আরেকটি জামাত আয়োজন করা হয়।

মুসল্লীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং উদ্যোক্তাদেরকে মসজিদ স্থাপনায় তাদের শ্রম এবং অর্থব্যয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরোইস অঞ্চলে মসজিদ স্থাপনের কারণে আশেপাশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি এবং ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সহায়ক ভূমিকা পালন করবে মসজিদটি।

আরও পড়তে পারেন :
প্রবাসীদের জন্য বিশ্বের অন্যতম ‘সুখী শহর’ লিসবন
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি
পর্তুগালে অ্যালকোহল নেশায় মৃত্যু ৩২% বেড়েছে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!