পর্তুগালে প্রকৃতির মাঝে ‘আনন্দ ভ্রমণ’ যুবলীগের

করোনার পরবর্তী প্রবাসের কর্মব্যাস্ততা মাঝে সমূদ্র লীল জলরাশির ঢেউ, পাহাড় আর খোলা আকাশ উপভোগ করতে ঘড়ির কাটার সাথে সময়কে মেনে চলা পর্তুগাল আওয়ামী যুবলীগের আনন্দ আয়োজন যদি হয় বনভোজন তখন হয়ে উঠে আরো উৎসব মূখর আনন্দের।

৩ অক্টোবর রবিবার পর্তুগালের রাজধানী লিসবন শহরের অদূরে সাগর, পাহাড়ের আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম ”সাগরের সুউচ্চ ঢেউয়ের শহর নাজেরায়” দিনব্যাপী আয়োজন করা হয় আনন্দ ভ্রমণ।

সকালের দেশীয় নাস্তার পরিবেশনের মধ্য দিয়ে বনভোজনের সূচনা হয়। শতাধিক প্রবাসীদের নিয়ে আভিজাত্যে ও চমকে ভরা এই আয়োজনে ছিলো ঘোরাঘুরি, ফুটবল খেলা, গানের আয়োজন আর গেম শো।

Travelion – Mobile

মনোমুগ্ধকর বনভোজনের সার্বিক পরিচালনায় ছিলো পর্তুগাল আওয়ামী যুবলীগের নেতা তানভীর আলম (জনি), মাইনুল ইসলাম রাজন, খন্দকার ইউনুস ফাহাদ প্রমুখ। এছাড়াও উক্ত বনভোজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, ভারপ্রাপ্ত সভাপতি মহসিন হাবিব ভূঁইয়া, সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, আলিম উদ্দিন, উজ্জ্বল তপাদার, পর্তুগাল বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইকবাল হোসেন, রফিক খান, সাইফুল ইসলাম শামস, মো. সজিব হোসেন, কাউসার খান, কাউসার আলম, মাহমুদুর হাসান, ইমাস রিভান, মোহাম্মদ জনি, সালমান, হোসেন মিয়া, সুমন মিয়া, মো. শাহরিয়ার কালাম বসুনিয়া, নাদিম, জাকারিয়া তানিম প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!