পর্তুগালে টি ১০ ক্রিকেট টুর্নামেন্টে লিসবন সিক্সার চ্যাম্পিয়ন

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ‘লিসবন দ্বিতীয় টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট’-এ লিসবন সিক্সার চ্যাম্পিয়ন এবং ফরিদপুর রাইডারস রানার আপ হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) লিসবনের কেন্দ্রীয় ক্রীড়া কমপ্লেক্স জামোরের মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে লিসবন সিক্সার ২৮ রানে ফরিদপুর রাইডারসকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে লিসবন সিক্সার নির্ধারিত ১০ ওভারে সব উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। জবাবে ফরিদপুর রাইডার্স ৫ উইকেটের বিনিময়ে ৭২ রান সংগ্রহ করে।

Travelion – Mobile

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিসবন সিক্সারেরলিকসন আহমেদ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন শাহজাহান সম্রাট।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, লিসবন কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, জামাল ফকির, জাকির হোসেন, আবদুল ওয়াহিদ পারভেজ, অলি আহমেদ সানি এবং তানভির আলম জনি।

এছাড়াও টুর্নামেন্টে পরিচালনায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য এমদাদুল রহমান রাইয়ান, সিরাজ উল্লাহ খাদেম, ইমতিয়াজ আহমেদ রানা, মোহাম্মদ নুরুদীন, মোস্তাফিজুর রহমান, সজিব হোসেন প্রমূখ।

প্রবাসী বাংলাদেশিদের ৮ টি দলের নিয়ে নক নাউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশ নেয়। সোমবার পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান দুদিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বােধন করেন ।

এবারের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল পর্তুগাজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমি , বিপিই ফকির ইউনিফেসোয়াল এলডিএ এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!