পর্তুগালে এক বছরের অভিবাসীর জন্ম নেয়া সন্তান পাবে নাগরিকত্ব

অভিবাসী বাবা মায়ের যেকোনো একজনের পর্তুগালে বসবাসের এক বছরের বৈধ রেসিডেন্স থাকলে অথবা অনিয়মিতভাবেও যদি পর্তুগালে একবছর বসবাস করে থাকেন তাদের জন্ম নেওয়া সন্তান সরাসরি পর্তুগিজ নাগরিকত্ব পাবে।

ইউরোপের একমাত্র দেশ পর্তুগাল যেখানে ইউরোপের বাইরের তৃতীয় দেশের ক্ষেত্রে মাইগ্রেশন প্রক্রিয়া টা খুবই সহজ এবং নমনীয় যে কেউই খুব সহজেই এখানে থাকার ইচ্ছা পোষণ করলে ন্যূনতম শর্তে বসবাস করার সুযোগ পায়। এখানেও বিদেশির পাঁচ বছর নিয়মিত থাকার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। এবং দু’বছর নিয়মিত থাকার থাকার পর যদি তাদের সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে পর্তুগিজ নাগরিকত্ব পায়।

তবে গত জুলাই মাসে পার্লামেন্টে পর্তুগালের নাগরিকত্ব আইন সংশোধনের জন্য উত্থাপিত হওয়ার পর পরবর্তীতে যখন প্রেসিডেন্ট এর কাছে অনুমোদনের জন্য যায় তখন প্রেসিডেন্ট কয়েকটি বিষয়ে সংশোধনী এনে তা পুনরায় উপস্থাপনের জন্য পাঠান। এই আইনটি সংশোধনের পর পুনরায় প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে উপস্থাপিত হয় এবং প্রেসিডেন্ট তা অনুমোদন দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!