পর্তুগালে অ্যালকোহল নেশায় মৃত্যু ৩২% বেড়েছে

ইউরোপীয় দেশ পর্তুগালে গত বছর অ্যালকোহল নেশায় ৪১ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩২% বেশি।

দেশটির ২০২১ সালের অ্যালকোহল বিষয়ক পরিস্থিতি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন এ তথ্য এঠে আসে।

এই বৃদ্ধি সত্ত্বেও, আগের দুই বছরে পতনের পরেও, সংখ্যাটি এখনও ২০১৯ সালে রেকর্ড করা মানের নিচে রয়েছে বলে সিকাডের (SICAD) মহাপরিচালক জোয়াও গোলাও এবং ডেপুটি ডিরেক্টর ম্যানুয়েল কার্ডোসোর উপস্থাপিত নথিতে দেখা যায়।

Travelion – Mobile

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

রিপোর্টে লেখা হয়েছে “২০২০ সালে প্রাসঙ্গিক ড্রপের পরে, ২০২১সালে, এখনও মহামারী দ্বারা আরোপিত সঞ্চালনের উপর বিধিনিষেধের সময়, এই শিকারের সংখ্যা আবার বেড়েছে (+১৯)। যদিও এখনও ২০১৬-২০১৯ সালের তুলনায় কম মান রয়েছে, যখন সেখানে একটি বৃদ্ধি ছিল, ২০১৯-এর মান ২০১৩-২০২১-এর মধ্যে সর্বোচ্চ”।

এই ৪১ টি মৃত্যুর পাশাপাশি, অ্যালকোহলের জন্য আরও ৯৭৩টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। তার মধ্য ৩৪% প্রাকৃতিক মৃত্যু, ৩২% দুর্ঘটনা, ১২% আত্মহত্যা এবং ৪% অ্যালকোহল নেশার জন্য দায়ী করা হয়েছে।

আরও পড়তে পারেন : প্রবাসীদের জন্য বিশ্বের অন্যতম ‘সুখী শহর’ লিসবন

সড়ক দুর্ঘটনার ১৪৮ জন মারাত্মক শিকার যাদের অ্যালকোহলের প্রভাবে ছিলেন। এদের মধ্যে ৮২% চালক, ১৩% পথচারী এবং ৫% যাত্রী ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!