নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি ফাতেমা আমিনের পদোন্নতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে‘এনওয়াইপিডি’তে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান ফাতেমা আমিন।

তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে সিনিয়র পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এইড/সুপারভাইজার পদে পদোন্নতি পেলেন। বর্তমানে ফাতেমা আমিন মেডিকেল ডিভিশন বিলিংয়ে কর্মরত।

সম্প্রতি পুলিশ কমিশনার কিচেন্ট সেওয়েল ফাতেমা আমিনসহ পদোন্নতিপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করেন।

Travelion – Mobile

ফাতেমা আমিন চাঁদপুরের পালিশারা গ্রামের চেয়ারম্যান প্রয়াত হাবীবুল্লাহ পাটোয়ারীর নাতনি। তার বাবা প্রয়াত মোহাম্মদ আলী আকবর এবং মা হাসিনা বেগম। ১৯৯৮ সালে ডিভি লটারি পেয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফাতেমা আমিন।

আগের খবর : নিউইয়র্কে শিল্পকর্ম প্রদর্শনী ‘মেমোয়ার’ শুরু হচ্ছে

২০০৩ সালে ইয়র্ক কলেজ থেকে অ্যাসোসিয়েট এবং মেডিকেল বিলিং কোডিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন ফাতেমা আমিন। ১৯৯৯ সালে কাবকো ফার্মাসিউটিক্যাল ইন-করপোরেটেডে সহকারী ব্যবস্থাপক পদে ৭ বছর কর্মরত ছিলেন।

২০০৬ সালে নিউইয়র্ক সিটি ট্রাফিক ডিভিশনে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদে যোগদান করেন। ২০১২ সালে পরীক্ষায় উন্নতি হয়ে টাইটেল পরিবর্তন করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এইড পদে যোগদান করেন এবং সাত বছর তিনি ক্যাপটেইন ক্লারিকাল পদে ১০৬ প্রিসেন্টে কর্মরত ছিলেন।

আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

স্বামী মোহাম্মদ আমের আমিন ও তাদের যমজ সন্তান আরিয়া আমিন ও আমরীন আমিনসহ নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন ফাতেমা আমিন।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!