নিউইয়র্কে সিলেট সরকারী এমসি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ।

স্থানীয় সময় রোববার (১১ সেপ্টেম্বর) দিনভর ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কের খোলা মাঠে আয়োজিত উৎসবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন।

কলেজের প্রাক্তন ছাত্র জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন।

Travelion – Mobile

এদিন বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত সুন্দর পরিবেশের বনভোজন স্থলে এস সমবেত হন তারা। এক আনন্দঘন আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পার্কে। এসময় তারা কলেজ জীবনের নানা স্মৃতিচারণসহ আড্ডায় মেতে ওঠেন।

নিউইয়র্কে সিলেট এমসি কলেজের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউইয়র্কে সিলেট এমসি কলেজের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আয়োজক কমিটির আহবায়ক তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আব্দুর রহিম বাদশাহ ও সদস্য সুব্রত তালুকদারের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১৩০ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন।

তারা বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে অবদান রেখে চলেছেন।

আরও পড়তে পারেন : নিউইয়র্কে বাংলাদেশিসহ ১১’শ শিক্ষার্থীকে ‘স্কুল সাপ্লাইজ’ প্রদান

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন আজমল, আমিনুল হক চুন্নু, কাজী অদুদ আহমেদ, এমএ করিম জাহাঙ্গীর, সাখাওয়াত আলী, আজাদ উদ্দিন, গোলাম রববানি চৌধুরী, ইসবা, ডা. শামিম, আবদুল আহাদ, বাবুল, ফরহাদ, খালেদ মাদানি, ফরহাদ মাদানি, মামুন আহমমদ, ইসবা, এম এ মুহিত, মুহাম্মদ আলী, রুহেল চৌধুরী, মুহাম্মদ আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন কলেজের প্রাক্তন ছাত্র বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।

আরও পড়তে পারেন : নেতিবাচক প্রচার মোকাবিলায় ‘অভিবাসী কূটনীতি’ চালু করছে সরকার

এছাড়াও ছিলেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, নারী নেত্রী রানা ফেরদৌস চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, আব্দুন নূর বড় ভূইয়া, বিলাল ইসলাম, সামাদ মিয়া জাকের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক সাজু, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, হারুন আলী, জুনেদ এ খান, কাজী রবি উজ জামান, লস্কর জুয়েল, মামুনুর রশীদ শিপু, ডা. শাহানারা আলী, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, ফেরদৌসী বেগম বিউটি, লিমা, জলি, তানিয়া প্রমুখ।

আকাশযাত্রার ফেসবুক পেইজ যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!