নিউইয়র্কে ‘সাহিত্য একাডেমির’ যুগপূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

যুক্তরাষ্ট্রের প্রবাসী সংগঠন ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’ দুই দিনব্যাপী যুগপূর্তি অনুষ্ঠান করেছে।

শুক্র ও শনিবার নিউইয়র্কের গুলশান ট্যারেস ও জুইশ সেন্টারে এ উপলক্ষে নানা আয়োজন করে প্রবাসী সংগঠনটি।

প্রথম দিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুমু আনসারী ও আনোয়ারুল হক লাভলু। রাণু ফেরদৌসের পরিচালনায় যুগপূর্তির কেক কাটেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও সাফওয়ান নাহিন।

নিউইয়র্কের গুলশান ট্যারেস ও জুইশ সেন্টারে এ উপলক্ষে নানা আয়োজন করে  ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’
নিউইয়র্কের গুলশান ট্যারেস ও জুইশ সেন্টারে এ উপলক্ষে নানা আয়োজন করে ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’

এদিন বক্তব্য দেন লেখক ফেরদৌস সাজেদীন। কবিতা আবৃত্তি করেন মুন জাবিন হাই। গান শোনান শাহ মাহবুব, ম্যারিস্টলা আহমেদ শ্যামলী, রুপাই, আলভান চৌধুরী ও সবিতা দাস।

Travelion – Mobile

বক্তারা বলেন, সাহিত্য একাডেমি’ নিউইয়র্ক, প্রবাসের বুকে নিজস্ব সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য লালন করা একটি নীরব বিপ্লবের নাম, কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের কাছে একটি ভালোবাসার নাম”।

‘নিজ মাতৃভাষা এবং মাতৃভূমি থেকে প্রায় সাড়ে আট হাজার মাইল দূরে সম্পূর্ণ ভিন্ন জাতি-গোষ্টি, ভাষা ও সংস্কৃতির দেশে সামষ্টিক ভাবে শেকড়ের স্বাদ আস্বাদনে প্রিয় সংগঠনটি দীর্ঘ এক যুগ ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে’।

সাংস্কৃতিক পর্ব
সাংস্কৃতিক পর্ব

দ্বিতীয় দিনের আয়োজনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নুরুন্নবী। মিশুক সেলিম ও রওশন হাসানের সঞ্চালনায় প্রবাসীদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ.বি.এম সালেহ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন হাসান ফেরদৌস, মোহাম্মদ ফজলুর রহমান ও পলি শাহীনা।

বেনজির শিকদারের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ প্রথম পর্বের সূচনা বক্তব্য দেন তমিজ উদ্দীন লোদী। মিশুক সেলিমের সঞ্চালনায় ‘কেন লিখি’ মুক্ত আলোচনায় অংশ নেন খালেদ সরফুদ্দীন, রিমি রুম্মান, ফারহানা ইলিয়াস তুলি, স্মৃতি ভদ্র ও মনিজা রহমান।

‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’ -এর  যুগপূর্তি অনুষ্ঠান
‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’ -এর যুগপূর্তি অনুষ্ঠান

পারভীন সুলতানার সঞ্চালনায় কবিতা আবৃত্তির সূচনা বক্তব্য দেন আবৃত্তিকার মিথুন আহমেদ। নজরুল কবীরের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠ দ্বিতীয় পর্বের সূচনা বক্তব্য দেন ফকির ইলিয়াস। গান শোনান তাহমিনা শহীদ। এছাড়া বক্তব্য দেন মনজুর আহমেদ ও নিনি ওয়াহেদ।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
নিউইয়র্কের দেয়ালে ‘রূপসী বাংলাদেশ’
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালো নীলা জেরীনের ‘অষ্ট নায়িকা’
নিউইয়র্কে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফ্যামিলি নাইট
নিউইয়র্কে মানিকগঞ্জবাসীর পিঠা উৎসব
বাংলাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের সুনামগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি
নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির হালাল চিকেন বিতরণ

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!