নিউইয়র্কে কুমিল্লা সোসাইটির বর্ণাঢ্য অভিষেক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন ‘কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

গত ২০ নভেম্বর সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসের আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শপথ নবনির্বাচিত কমিটি সদস্যদের শপথ করান প্রধান নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল বাশার মিলন। শপথ গ্রহণের পর নতুন কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Travelion – Mobile

অভিষিক্তরা হলেন : সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম ও মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, কোষাধ্যক্ষ মোস্তফা আহমদ ভূইয়া, প্রচার সম্পাদক আগা মনিরুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহীন আলম, মহিলা সম্পাদিকা সালমা সুমি, দপ্তর সম্পাদক সুমি আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া আফরিন সনি, সমাজ কল্যাণ সম্পাদক কামাল হোসেন, কার্যকরী সদস্য জিল্লুর রহমান শাহীন, আবু জাফর সামসু উদ্দিন, মোহাম্মদ রহমান ও আসাদুর রহমান খান।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনা
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনা

উপদেষ্টা কমিটি : প্রধান উপদেষ্টা আবুল বাশার মিলন, উপদেষ্টা আবুল খায়ের আখন্দ, হাজী পেয়ার আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ইশতিয়াক আহমেদ রুমি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মেসবাউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান ও আব্দুর রহিম মোল্লাহ।

শপথের আগে সংগঠনের বিদায়ী সভাপতি আবুল খায়ের আখন্দ এবং পরে নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা দিমা নেফার তিথি ও সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মো. এনামুল হক। গেস্ট অব অনার ছিলেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনা
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনা

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি মো. ইউনুস সরকার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল ও সাধারণ সম্পাদক মো. আলী সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, বিবিএ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি একটিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, হারুন অর রশিদ, সাহাদাত হোসেন রাজু, অধ্যক্ষ মো. সানাউল্লাহ, মো. বাবুল হোসেন, আশিকুল হক, সৈয়দ আতিকুর রহমান, মারুফ চৌধুরী, হাজী রেহান উদ্দিন, আনোয়ার হোসেন, এম এ সাালাম, লস্কর মইজুর রহমান, মো. হুমায়ূন কবির প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, ডা. শাহনাজ আলম, আমানত হোসেন, আনোয়ার হোসেন, বাপ্পী, সুমন আহমদ।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন
নিউইয়র্কে ‘সাহিত্য একাডেমির’ যুগপূর্তিতে বর্ণাঢ্য আয়োজন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নতুন নেতৃত্ব
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালো নীলা জেরীনের ‘অষ্ট নায়িকা’
নিউইয়র্কে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফ্যামিলি নাইট
নিউইয়র্কে মানিকগঞ্জবাসীর পিঠা উৎসব
যুক্তরাষ্ট্রের সুনামগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি
আটলান্টিক সিটিতে বাংলাদেশিদের নবান্ন উৎসব

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিথি ও কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ। সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এ আয়োজনে নানাভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!