নতুন শিক্ষার্থীদের বরণ করলো বাংলাদেশ স্টুডেন্টস্ এসােসিয়েশন তুরস্ক

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তানবুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি-বেসরকারি বৃত্তি নিয়ে পড়তে যাওয়া নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ স্টুডেন্টস্ এসােসিয়েশন।

এবছর দেশটিতে ৬০ জন বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি নিয়ে অধ্যায়ন করতে যায়। এর মধ্যে তুরস্ক সরকারে বৃত্তিতে ৪৪ জন,বাকিরা বেসরকারি বৃত্তি পান। ইস্তানবুলের ২০ জন নতুন শিক্ষার্থীর জন্য আয়োজন করা হয় নবীন বরণ অনুষ্ঠানটির।

ফুল এবং উপহার দিয়ে নবীনদেরকে বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন তুরস্কের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়
ফুল এবং উপহার দিয়ে নবীনদেরকে বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন তুরস্কের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়

রবিবার (২০ শে অক্টোবর) মারামারা সাগর পাড়ে ইয়েনিকাপে সাহিল এলাকায় সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফুল এবং উপহার দিয়ে নবীনদেরকে এসোসিয়েশনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
ফুল দিয়ে নবীনদেরকে বরণ করে নিচ্ছে বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন তুরস্কের নেতারা
ফুল দিয়ে নবীনদেরকে বরণ করে নিচ্ছে বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন তুরস্কের নেতারা

বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন তুরস্কের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির ডেপুটি চিফ রিপোর্টার সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন তুরস্কের উপদেষ্টা সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন তুরস্কের উপদেষ্টা সারওয়ার আলম।
এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও মারমারা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মোহাম্মদ সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য ইস্তানবুল টেকনিক্যল বিশ্ববিদ্যালয়ের ইকরামুল সোহেল, ইস্তানবুল যাইম বিশ্ববিদ্যালয়ের বোরহান আহমেদ, মারমারা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ মোহাম্মদ জাবেদ, ইস্তানবুল কমার্স বিশ্ববিদ্যালয়ের নাসরুজ্জামান নাঈম, মারমারা বিশ্ববিদ্যালয়ের ফয়সাল চৌধুরী জোবায়ের ও তারিফা কানিজ, ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের আল আমিন মিয়া ও রায়হানা হানী এবং ইস্তানবুল মেদেনিয়্যাত বিশ্ববিদ্যালয়ের রাকিব বিন ওয়ালি।

নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি বিদেশের মাটিতে মুখোমুখি হওয়া নানা সমস্যার কথা জানান। বিশেষ করে নতুন ভাষা শেখা এবং খাবার-দাবারে অভ্যস্ত হতে কষ্ট হচ্ছে বলে উল্লেখ করেন। এসব বিষয়ে এসােসিয়েশনের পুরানো সদস্যরা নবীনদেরকে বিভিন্ন উপদেশ প্রদান এবং তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

Travelion – Mobile

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে একে অন্যের সহযোগিতার মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। যে দেশে থাকি সে দেশের আইন-কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মেনে চলতে হবে। পাশাপাশি নিজ দেশের ভাবমূর্তি বাড়াতেও ভুমিকা রাখতে হবে।

নবীনদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশনের নেতারা।
নবীনদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশনের নেতারা।

তুর্কি ভাষা শেখাসহ সবধরনের সহযোগিতার ক্ষেত্রে এসোসিয়েশন সর্বদা প্রস্তুত আছে বলে নবীন শিক্ষার্থীদের আশ্বাস দেন বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের নেতারা ।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস্ এসােসিয়েশন তুরস্ক বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও সেবায় কাজ করে যাচ্ছে । পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের তুরস্কের সরকারি-বেসরকারি বৃত্তি পাওয়ার ক্ষেত্রে তথ্য সরবরাহ, পরামর্শ দিয়ে সহযােগিতা করছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৩ শতাধিক।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!