দেশে ফেরা হল না লেবাননপ্রবাসী রেমিট্যান্সযোদ্ধা রিপনের

দেশে ফিরবেন দুমাস পর, তার আগে না ফেরার দেশে চলে গেলেন লেবাননপ্রবাসী এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা।

তিনি রিপন ভূঁইয়া (৩৭)। বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতাপুর গ্রামে।বাবার মরহুম জমিদার ভূঁইয়া। দেশে পরিবারে তাঁর স্ত্রী ও ২ জন সন্তান রয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নিজ রুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিপন ভূঁইয়া ।

Travelion – Mobile

জানা যায়, দীর্ঘ ৭ বছর আগে জীবিকার তাগিদে লেবাননে আসেন রিপন ভূঁইয়া। তিনি জালা জলদ্বীপ এলাকার একটি ছাপাখানায় বৈধভাবে কাজ করে আসছিলেন।

মঙ্গলবার সাপ্তাহিক কর্মবিরতি থাকায় নিজ রুমেই ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে ওঠে সকালের নাস্তার পরেই বুকে ব্যাথা অনুভব করেন। পরে কয়েকবার বমি করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।

পরে সহকর্মীরা এম্বুলেন্সকে সংবাদ দিলে তারা তৎক্ষনাত তাঁকে কেরেন্তিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। বর্তমানে হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা আছে।

তাঁর অকাল মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেশে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!