দেশে নতুন ২ জন করোনা রোগী শনাক্ত, অন অ্যারাইভাল ভিসা বন্ধ

দেশে নতুন করে আরও ২ জন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দুইজন রোগী ইতালি ও জার্মানি থেকে এসেছেন।

অন্য দিকে বাংলাদেশে সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “নতুন দুইজন রোগী আজকে আমরা পেয়েছি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন ইতালির, আরেকজন জার্মানি থেকে বাংলাদেশে এসেছেন। দেশে আসার পর থেকেই তারা সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) ছিলেন। সেখানে অসুস্থ হওয়ার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।”

Travelion – Mobile

শনিবার(১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। তাদের সবাই বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে।

এছাড়া করোনায় বেশি আক্রান্ত যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো থেকে ফ্লাইট আসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের সব স্থলবন্দরও বন্ধ থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!