দুবাই বিমানবন্দর পানির নিচে, স্থগিত উড়োজাহাজ উঠানামা

ভারি বৃষ্টির পর বন্যার কারণে দুবাই বিমানবন্দরের দুবাই উড়োজাহাজ উঠানামা স্থগিত করা হয়েছে। শনিবার এক টুইট বার্তায় একথা জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের ঢুকে পড়েছে বন্যার পানি। তাই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে সব ফ্লাইটের সময়সূচি স্থগিত করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে গেছে। যত দ্রুত সম্ভব কার্যক্রম আবারো স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Travelion – Mobile

গত কয়েকদিন ধরে দুবাইয়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনও ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!