দুবাইয়ে হৃদরোগে বাংলাদেশি শাহ আলমের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সেযাদ্ধা মুহাম্মদ শাহ আলম (৫০), (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহির রাজিউন)। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন।

গতকাল (২৫জুন) বৃহস্পতিবার মুসাফফা লাইফ লাইন হাসপাতাল তিনি মারা যান। তার মরদেহ আবুধাবির বানিযাস হিমাগারে রাখা হয়েছে।

জানা গেছে, শাহ আলম সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী মুসাফাহা ৬নং সানাইয়াতে দীর্ঘদিনের চাকরিজীবন অবসান করেগত বছর পার্টনার ভিসা লাগিয়ে ছিলেন।

Travelion – Mobile

আগের খবর : ২৪ গন্তব্যে ফ্লাইট চালু করছে ফ্লাইদুবাই, বুকিং শুরু

তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগরের মরহুম আহমদ মিয়ার ছেলে । দেশে পরিবারের মা, স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে রয়েছে।

তার মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে শোকের ছাড়া নেমে এসেছে।

এই রেমিট্যান্সযোদ্ধার অকাল প্রয়াণে আকাশযাত্রা পরিবার শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত করছি এবং শােকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!