দুবাইয়ে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মুহাম্মদ হাসান টিপু (৩৩)।

তিনি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের হাটহাজারীর ধলই ইউনিয়নের সোনাইর কুল বখতিয়ার চৌধুরী বাড়ির মরহুম নুরুল আলম চৌধুরীর বড় ছেলে।

গত সোমবার (১৫ জুন) দুবাইয়ের আল নাহদা এলাকায় নিজ বাসভবনে মারা যান হাসা টিপু, সাংবাদিকদের জানান তার বন্ধু মুহাম্মদ হেলাল। তার মরদেহ দুবাই পুলিশ হেড কোয়াটার হিমঘরে রাখা হয়েছে।

Travelion – Mobile

হাসান টিপু দুবাই ড্রাগনমার্ট (চাইনা মার্কেট) বিল্ডিং ম্যাটেরিয়ালস ব্যবস করতেন ছিলেন। স্ত্রী ও ৬ মাসের এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।

তার অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য দুবাই কনস্যুলেটের কাছে আনুরোধ জানিয়েছে টিপুর পরিবার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!