দুবাইয়ে ‘নিউ ইয়ার’ অনুষ্ঠানে জমায়েত করলে ৫০ হাজার দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে নতুন বছরের অনুষ্ঠানে ভিড় নিয়ে সরকারের বেঁধে দেয়া নিয়ম লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এবারের নিউ ইয়ারে দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষ জমায়েত হলে অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।

যারা অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

Travelion – Mobile

করোনা বিধিমালা মেনে আনন্দ করার ব্যাপারে কোনো বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

পারিবারিকভাবে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। মাস্ক পরে থাকতে হবে সবাইকে। এছাড়া পুরো সময় একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কয়ার মিটার দূরে অবস্থান করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!