দুবাইফেরত উড়োজাহাজ থেকে ৭ কোটি টাকার সোনা জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি ওজনের সোনার বার জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে একটি উড়োজাহাজের ভেতর থেকে এই সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Travelion – Mobile

জব্দ করা সোনার বারের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এ উড়োজাহাজের ভেতর থেকেই সোনার বারগুলো জব্দ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!