দর্শকদের মনে সংক্রমণ ঘটাবে সিনেমা ‘করোনা’

৭ জন মানুষ লিফটে আটকে পড়েছেন। সবাই আতঙ্কিত আর ঠিক তখনই লিফটে থাকা একজন চীনা মহিলা কাশছেন। আর এসময় লিফটের মধ্যেই বন্দুক বের করলেন একজন জার্মান নাৎসি। আর বলে উঠলেন “আমরা কি সবাই মরে যাব?”

সারা বিশ্বে যখন দাপট চলছে এই করোনাভাইরাসের ঠিক তখনই মুক্তি পেলো কানাডার চিত্রপরিচালক মুস্তাফা কেশভরির ‘করোনা’ ছবির ট্রেলার। ছবির ট্যাগলাইনে রয়েছে ‘ফিয়ার ইস অ্যা ভাইরাস’।

করোনাভাইরাসকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে কানাডীয় থ্রিলার করোনা। ট্রেলারে গল্পের ভয়াবহতা প্রকাশ পেলেও ছবিটি দর্শক শ্রোতাদের মনের মাঝে কতটা সংক্রমণ ঘটাবে তা মুক্তির পরই বলা যাবে।

Travelion – Mobile

এদিকে বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান এরোস ইন্টারন্যাশনাল ইতোমধ্যে করোনাভাইরাস নিয়ে সিনেমা নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছে।

হৃতিক রোশান অভিনীত কাহো না পেয়ার হ্যায়’র সঙ্গে মিল রেখে প্রযোজনা প্রতিষ্ঠানটি সিনেমার নাম দিয়েছে ’করোনা পেয়ার হ্যায়’।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!