দক্ষিণ কোরিয়ায় দুই উড়োজাহাজের সংঘর্ষে ৪ পাইলট নিহত

দক্ষিণ কোরিয়ায় দুই উড়োজাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই উড়োজাহাজের চার পাইলট নিহত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর বরাতে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, কেটি-১ মডেলের দুটি প্রশিক্ষণ উড়োজাহাজ দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের পর্বতে বিধ্বস্ত হয়।

Travelion – Mobile

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার তাদের দুটি উড়োজাহাজের মধ্যে মুখোমুখি মধ্য আকাশে সংঘর্ষ হয়। পরে উড়োজাহাজ দুটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা সত্ত্বেও দুই শিক্ষানবিস পাইলট এবং দুইজন ফ্লাইট উপদেশক (ইন্সট্রাক্টর) নিহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

১৩০ সেনা, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!