দক্ষিণ কোরিয়ার করোনা ভ্যাকসিনে সম্ভাবনা দেখছেন বিল গেটস

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এসকে বায়োসায়েন্স করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা উৎপাদনে কাজ করছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সহায়তায়।

এ প্রতিষ্ঠানের ভ্যাকসিন তৈরির সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী বিল গেটস। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে লেখা এক চিঠিতে বলেছেন, আগামী বছরের জুন মাস নাগাদ এসকে বায়োসায়েন্স ২০ কোটি ডোজ ভ্যাকসিন বা উৎপাদন করতে সক্ষম হবে।

বিল গেটস যুক্তরাষ্ট্রের বাইরেও বিভিন্ন দেশে ভ্যাকসিন বা তৈরির জন্য বিনিয়োগ করছেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এসকে বায়োসায়েন্সকে ৩৬ লাখ ডলার অর্থায়ন করেছে।

Travelion – Mobile

গত রোববার সিউলের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, ২০ জুলাই বিল গেটস প্রেসিডেন্টকে চিঠি দেন। গত এপ্রিল মাসে বিল গেটসের সঙ্গে ফোনে প্রেসিডেন্টের আলোচনা হয়েছে।

তারা করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বা তৈরির জন্য যৌথ প্রচেষ্টার কথা বলেন। বিল গেটস দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য সহযোগিতা চেয়েছেন।

দ্য কোরিয়ান হেরাল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এসকে বায়োসায়েন্স শেয়ারবাজারে আসার পরিকল্পনা করছে। এসকে বায়োসায়েন্স হলো টিকা গবেষণা এবং উৎপাদন ব্যবসা, যা রাষ্ট্র পরিচালিত প্রকল্পের আওতায় কোভিড-১৯ ভ্যাকসিন গবেষণা চালাচ্ছে।

নিজস্ব গবেষণা ছাড়াও এসকে বায়োসায়েন্স সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাসকিন বাটি কার্যকর প্রমাণ হলে তা উৎপাদনের জন্য চুক্তি করেছে। এর আগে প্রতিষ্ঠানটির ফ্লু ভ্যাকসিন তৈরির অভিজ্ঞতা রয়েছে।

দূরপ্রাচ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা (পর্ব ২) – জাপানে বাংলাদেশি নারী গবেষকদের সুযোগ ও সম্ভাবনা

২৫ জুলাই, শনিবার – জাপান : রাত ১০.৩০ | বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭.৩০ টা সঞ্চালনায় : ড. নবীউল ইসলাম রবিন, সহকারী অধ্যাপক (নিউরোসায়েন্স), ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় সমন্বয় :ওমর ফারুক হিমেল আলোচক : ড. হুসনা আরা নাজনীন, পোস্ট ডক্টরাল গবেষক, গিফু বিশ্ববিদ্যালয়ড. শারমিন আকতার, পোস্ট ডক্টরাল গবেষক, ওসাকা বিশ্ববিদ্যালয়সালমা আল-আমিরাহ, মাস্টার্স শিক্ষার্থী, ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, জাপান

Posted by AkashJatra on Saturday, July 25, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!