দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।

দক্ষিণ আফ্রিকার সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

শনিবার (২৯ অক্টোবর) রাতে দেশটির ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজ দোকানে হত্যার শিকার হন এ প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা।

আরও পড়তে পারেন : দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশিদের সূত্রে জানা যায়, ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় আব্দুর রহিম এবং উজালা অঞ্চলে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন।

শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ায় কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায় তারা।

আরও পড়তে পারেন : দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জানা গেছে, ২০১৫ সালে স্ট্রেকস্প্রিট শহরে আবদুর রহিমের ভাই মো. তবারক আলীকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। তার আরেক ভাই মোবারক আলীরও দোকান রয়েছে এই শহরে।

আবদুর রহিম আফ্রিকায় বিয়ে করে থিতু হলেও নিয়মিত দেশে আসতেন। সবশেষ গত আগস্টে ছুটিতে দেশের বাড়ি ঘুরে যান ।

দক্ষিণ আফ্রিকার সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!