ঢাকা-বরিশাল আকাশপথে বিমানের নিয়মিত ফ্লাইট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে এই আকাশপথে বিমান তাদের ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে সাত দিনই ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে বিমানের ফ্লাইট পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুঠোফোনের অ্যাপ, ওয়েবসাইট ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও বিমানের সেলস কাউন্টার থেকে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথের টিকিট কেনা যাবে।

Travelion – Mobile

টিকিট কেনার জন্য বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com বা বিমানের কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!