ঢাকায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্যাশ-৮ উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ সোমবার সকাল আটটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী ওই ফ্লাইট জরুরি অবতরণ করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানটিতে ৭০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে আছেন।

সকাল আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এতে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করেন পাইলট। তিনি উড়োজাহাজটির ঘুরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেন। দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার সফলভাবে অবতরণ করান তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গেছে, উড়োজাহাজটি সকাল আটটার দিকে ঢাকা ছেড়ে যায়। এ সময় উড়োজাহাজ থেকে একটা শব্দ পাওয়া যায়। পাইলট ভেবেছিলেন সামনের চাকা ফেটে গেছে। বিমানটি প্রথমে ঢাকা ছেড়ে প্রায় চট্টগ্রামের দিকে যায়। কিছুক্ষণ পর আবার ঢাকার দিকে ঘুরিয়ে নিয়ে আসেন পাইলট। সাড়ে আটটার দিকে এটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

Travelion – Mobile

পরে দেখা গেছে, বিমানটির চাকা ফেটে যায়নি। উড়োজাহাজের ককপিটের সামনের অংশে একটি পাখি আঘাত করেছিল। ককপিটের সামনে কিছুটা রক্ত লেগে থাকতে দেখা গেছে। উড়োজাহাজটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবার ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে।

ইয়াঙ্গুনের দুর্ঘটনার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ড্যাশ-৮ মডেলের তিনটি উড়োজাহাজ ছিল। ওই দুর্ঘটনার পর বিমানবহরে দুটি ড্যাশ-৮ আছে। কিছুদিনের মধ্যে আরও তিনটি উড়োজাহাজ যুক্ত হবে বিমানের বহরে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!