জেদ্দা থেকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর

আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ (মঙ্গলবার) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দা থেকে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।

Travelion – Mobile

এই বিশেষ ফ্লাইটে ইকোনমি ক্লাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,২০০/- সউদি রিয়াল। আর ১২ বছরের নিচে মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স আর ইনফ্যান্ট – (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স।

যাত্রীরা ফ্রি পাবেন ২ পিস ব্যাগেজ যার মোট ওজন ৪৫ কিলো এবং ৭ কিলো ওজনের ১ টি হাত ব্যাগ (এডাল্ট /চাইল্ড)। বাড়তি মাত্র ২৩ কিলোর ১ পিস ব্যাগেজের জন্য ৪০০ সৌদি রিয়াল দিতে হবে।

উল্লেখ্য যে, এই ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস সার্ভিস থাকবে না, তবে অতিরিক্ত সৌদি রিয়াল ৪০০ দিয়ে সামনের কেবিনে সিট্ বুক করা যাবে।

আগ্রহী যাত্রীদের এই লিংক https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdTpINELLvunU8GSFZ0oRFPBDMd7SHdpfeA6Zk7xX6c7Fc2Qg/viewform ক্লিক করে নাম রেজিষ্ট্রেশন করার জন্য বিমানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রারকৃত যাত্রীগন শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা/Exit -Re entry দেখিয়ে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ টিকেট ক্রয় করতে পারবেন।
এই বিশেষ ফ্লাইট সংক্রান্ত যে কোন তথ্যর জন্য জেদ্দাপ্রবাসী বাংলাদেশিদের নিচের নাম্বারগুলোতে যোগােযােগ করতে পারেন
+966 12 6653023
+966 12 6652733
+966 12 6652948
+966 12 6652802

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে (https://www.biman-airlines.com/news/details/140) পাওয়া যাবে।

আগের খবর :
পাসপোর্ট রি-ইস্যুতে লাগবে না ফি-জরিমানা

https://www.facebook.com/akashjatrabd/videos/621153568585274

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!